চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে এ ইফতারের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশে বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিল্পী ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অভিনেতা ফারুক, আলমগীর, রোজিনা, কবরী, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, পপি, নিপুণ, ইমন, সিদ্দিক, কণ্ঠশিল্পী এসডি রুবেলসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন।
এ সময় শেখ হাসিনাকে তারা শুভেচ্ছা জানান। শেখ হাসিনাও তাদের সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা গ্রহণ করেন।
ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী।