ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্রটি হবে তাঁর বায়োপিক। ইতিমধ্যে এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবিটিতে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা পরেশ রাওয়াল। তিনি নিজেই গণমাধ্যমে এমন খবর জানিয়েছেন। ছবিটি প্রযোজনা করছেন বিজেপির এ নেতা।
এর আগে ২০১৪ সালে ভারতের নির্বাচনে জিতে বিজেপি নেতা নরেন্দ্র মোদী সরকার গঠনের পরপরই এই বায়োপিক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন পরেশ রাওয়াল। ২০১৭ সালে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আর কোনো অগ্রগতি হয়নি।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে আলাপকালে পরেশ রাওয়াল জানিয়েছেন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। করছি। আশা করা যায় ১৫ অগাস্টের মধ্যে এর কাজ শেষ হবে। সেপ্টেম্বর বা অক্টোবরেই শ্যুটিং শুরু করা যাবে বলে আশা প্র্রকাশ করেন পরেশ।
এ সময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর চরিত্রায়ন সহজ হবে না বলে মনে করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর জুতায় পা রেখে চলা সোজা কথা নয়। এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র হবে।
এর আগেও বাস্তবের রাজনীতিবিদের জীবনীভিত্তিক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। কেতান মেহতা পরিচালিত ‘সর্দার’ সিনেমায় কংগ্রেস নেতা ও স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেলের চরিত্র রূপায়ণ করেন তিনি।