চলচ্চিত্র বিষয়ক কর্মশালা ‘চলচ্চিত্র নির্মাণযাত্রা’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করছে চলচ্চিত্রের চিত্রনাট্য, অভিনয়, পরিচালনা, সিনেমাটোগ্রাফি এবং চলচ্চিত্র বিপণন বিষয়ক ২দিনব্যাপি কর্মশালা ‘চলচ্চিত্র নির্মাণযাত্রা’।
কর্মশালাটি পরিচালনা করবেন ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার ও অভিনয়শিল্পী অনিন্দ্য ব্যানার্জ্জি। এতে আরও পাঠদান করবেন ভারতীয় বাঙালি সিনেমাটোগ্রাফার মধুরা পালিত এবং চলচ্চিত্র বিপণন বিশেষজ্ঞ দেবযানী চট্টোপাধ্যায়।
এটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ জুলাই (শুক্র ও শনিবার) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কর্মশালায় নিবন্ধনের শেষ সময় ২৬ জুলাই ২০১৮। নিবন্ধন ফি ধরা হয়েছে ২,০০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য ১,৫০০ টাকা।
প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলায় ৭০১ নম্বর কক্ষে এসে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং কর্মশালার ফি দিয়ে নিবন্ধন চূড়ান্ত করা যাবে।