নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পরে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে বাংলা চলচ্চিত্র ‘জ্যাম’। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, আরিফিন শুভ, ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত ও মিশা সওদাগর। এদিকে শোনা যাচ্ছে, ওমর সানী, মৌসুমী, অমিত হাসান এবং চম্পাও এই ছবিতে অভিনয় করবেন।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, শাবনূর, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মান্নার স্ত্রী শেলী মান্না, ছেলে সিয়াম ইলতিমাস, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। সংলাপ ও চিত্রনাট্য লিখছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রের জন্য গান লিখেছেন আমীনুর রহমান।
আগামী অক্টোবর মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।