‘আমরা চাইনি তাড়াহুড়া করে এমন কোন ছবি আপনাদের উপহার দিতে যা টেকনিক্যাল দিক দিয়ে কিছুটা দূর্বল থাকবে।দহন যে ধরনের ছবি, যেই বিগ বাজেটের ছবি, যে ধরনের গল্পের ছবি তার পোস্ট প্রোডাকশনে প্রচুর সময় লাগে, এতে প্রচুর ভিএফক্স’র কাজ রয়েছে। সব কিছু পারফেক্ট ভাবে করতে আমাদের কিছুটা সময় লাগছে।’ ‘দহন’ ছবিটি আগামী ঈদে মুক্তি না পাওয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে ‘দহন’ ছবি সম্পর্কে তিনি তাঁর ফেইসবুকে আরও লিখেন, ‘আমরা আপনাদের ঠকাতে চাই না। আমরা চাই না আপনারা হলে গিয়ে মন খারাপ করুন। আমরা আপনাদের একটি আন্তর্জাতিক মানের ছবি উপহার দিতে চাই এই জন্য আমরা ঈদে ‘দহন’ মুক্তি দিতে পারছি না।’
‘দহন’ ছবির ব্যাপারে আশা প্রকাশ করে রাফি বলেন, ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য। আশা রাখি ‘পোড়ামন ২’ এর মতো ‘দহন’ও সুপার হিট হবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী ঈদুল আজহায় সিয়াম-পূজা জুটি এবং পরিচালক রায়হান রাফির দ্বিতীয় ছবি ‘দহন’ মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সম্প্রতি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার ঈদে ‘দহন’ নয় রোশান-ববির ‘বেপরোয়া’ মুক্তি পাবে।