বর্ষিয়ান অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা এবার একসাথে নাটকে অভিনয় করলেন। এ নাটকের গল্পটি বাবা মেয়ের গল্প। মেয়ের জন্য মতিচুর লাড্ডু কিনতে গিয়ে হারিয়ে যায় বাবা। মেয়ে খুঁজছে বাবাকে আর বাবা খুঁজে ফিরছে নিজেকে। বাবা মেয়ের নিজেদের ফিরে পাবার এক মানসিক দ্বন্দ্ব নিয়ে গড়ে উঠেছে নাটক ‘পাতা ঝরার দিন’।
নাটকটিতে সৈয়দ হাসান ইমাম ও ঈশিতা ছাড়াও আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মৌসুমী হামিদ ও লামিয়া আসাদসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।
নির্মাতা রেদওয়ান রনিনাটকটি সম্পর্কে জানান, এটি একটি বাবা মেয়েল গল্প। এ গল্পে বাবা রহমান সাহেব তার অভিমানী মেয়ের জন্য মতিচুর লাড্ডু কিনতে গিয়ে হারিয়ে ফেলেন নিজেকে। মেয়ে যখন বাবাকে খুঁজতে পাগলপ্রায় রহমান সাহেবও তখন নিজেকে খুঁজে পেতে ব্যস্ত। বাবা মেয়ের এই নিজেদের খুঁজে পাওয়ার দ্বান্ধিক মনস্তাত্ত্বিক গল্প এটি।