হুমায়ন আহমেদের সৃষ্টি মিসির আলীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাপ্রেমী মানুষ। যা ভূমিষ্ট হবার অপেক্ষায় আছে চলচ্চিত্র ‘দেবী’র মাধ্যমে। অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনায় ও অনম বিশ্বাসের নির্মাণে সরকারি অনুদানে ছবিটি নির্মিত হয়েছে। তবে ছবিটি এখনই মুক্তি দিচ্ছেন না প্রযোজক জয়া। এটি মুক্তি দিতে দর্শকদের কাছে আরেকটু সময় চাইলেন তিনি।
আসন্ন ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু হঠাতই জয়া জানালেন, ছবিটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। এটি অক্টোবরের মাঝামাঝি কোনো এক সময়ে মুক্তি দেয়া হবে।
এ নিয়ে জয়া আহসান আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টিম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি।
সবার কাছে ‘দেবী’র জন্য আরেকটি মাস সময় চেয়ে নিচ্ছি। জয়া জানান, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, সবার আগে অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’।
এর মধ্যে ‘দেবী’ নিয়ে ঢাকা ও কলকাতার দর্শক, নির্মাতা ও বিশেষ করে হুমায়ূন ভক্তদের কাছে ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এর পোস্টার, টিজার আর ট্রেলার প্রকাশের পর পরই এ নিয়ে উদ্দীপনা আরও বাড়ে। উদ্দীপনার বারুদ যখনই বেড়ে চলেছে তখনই আবারও পিছিয়ে যাচ্ছে ছবিটি মুক্তির তারিখ।
ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।