নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘৮ম ট্রেজার কোস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’-এ পুরস্কৃত হয়েছে বাংলাদেশের নির্মাতা মৃদুল মামুন নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ (ইংরেজি নাম ‘মুভিং ক্যানভাস’)। ছবিটি স্টুডেন্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে পুরস্কৃত হয়। ২৬ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি একই সাথে দুটি প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়াই করে।
অবশেষে ‘গতিপট’ চলচ্চিত্রটি উৎসবের স্টুডেন্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে তৃতীয় স্থান অধিকার করে নেয়। ব্রিট মিডিয়া ৩৬০ ইউকে লি. এর দুই পরিচালক হাসি-বুশ শামস এবং মোহাম্মদ তাওহিদুল এহসান ‘গতিপট: মুভিং ক্যানভাস’ প্রামাণ্যচিত্রের পুরস্কারটি গ্রহণ করেন।
গত ১৯ আগস্ট স্থানীয় সময় রাত ৮ টায় পুরস্কার প্রদান অনুষ্ঠান ও গালা ডিনার পার্টির মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। উৎসবে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে ‘ডেভিলস ট্রি : রুটেড এভিল’, প্রামাণ্যচিত্র বিভাগে ‘ত্রাসেস অব দ্যা ব্রাশ : দ্যা হার্টপ্রিন্ট অব ফু শেন’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘কিল দ্যা লাইট’, পূর্ণদৈর্ঘ্য চিত্রনাট্য বিভাগে ‘রেইনবো ফিল্ডস’, স্বল্পদৈর্ঘ্য চিত্রনাট্য বিভাগে ‘রটেন মেঙ্গস’,দর্শক পছন্দের বিভাগে ‘দ্যা এজ অব ম্যাডনেস’ চলচ্চিত্র সমূহ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়।
এ বছর প্রতিভাবান অ্যাকশন পরিচালক আইজাক ফ্লোরেনটাইন-কে টিসিআইএফএফ আজীবন সম্মাননা এবং শিল্পপরিচালক/সমাজকর্মী ব্রেন্ডাকুপার ও দক্ষিণ ফ্লোরিডার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জোয়েল সোটলংগো-কে টিসিআইএফএফ ভিশনারি পুরস্কারে ভূষিত করা হয়।
উৎসবের দ্বিতীয় দিন ১৭ আগস্ট, শুক্রবার রাত সাড়ে ৯ টায়, বিশ্ববিখ্যাত ‘টাচস্টার সিনেমাস’-এর ‘সাবাল পাল্ম লাক্সারি-৬’ থিয়েটারে মৃদুল মামুন নির্মিত ‘গতিপট’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনীটি আমেরিকান প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠিত হয়।
এর আগে ইতালির রোমে অনুষ্ঠিত ‘রোমা সিনেমাডক ২০১৮’ এবং ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ‘সেলুলয়েড’১৭ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
এছাড়াও আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের আসামে ‘নওগাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে লড়বে ‘গতিপট’।
এর আগে মৃদুল মামুন নির্মিত ‘কবুতরবাজ’ (পিজিওন প্লেয়ার) ও ‘সবাই একজাত’ (অল আর সেম রেস) প্রামাণ্য চলচ্চিত্র দুটি দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত-এর ১১০ বছরের ইতিহাস নিয়ে ‘আমার সোনার বাংলা’ নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদান সহায়তায় একটি ইতিহাস নির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন।
‘গতিপট’ প্রামাণ্য চিত্রে বর্তমান কিংবা হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচারগুলোকে টি-শার্টের ক্যানভাসে শিল্পীর তুলির আঁচড়ে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্য দিয়ে টি-শার্টে বিদেশী মোটিফের ভিড়ে বাংলা মোটিফের স্থান করে নেয়ার পেছনের গল্প এবং সংশ্লিষ্টদের তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।