ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর সম্প্রতি একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। পায়ের লিগামেন্টে আঘাতে লেগে এখন পুরোপুরি শয্যাশায়ী। চিকিৎসকরা তাঁকে ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। বন্ধ রয়েছে শুটিং।
মিশা সওদাগর জানিয়েছেন, এখন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় অলস সময় কাটাচ্ছেন। স্বামী বিশ্রামে থাকায় খুশি হয়েছেন মিশা সওদাগরের স্ত্রী মিতা। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব বেশি সময় বাসায় থাকার সুযোগ পান না। ১৫ দিন কোনোরকম কাজ ছাড়াই বাসায় থাকবেন বলেই তার এই আনন্দ। এমনটাই জানান মিশা সওদাগর।
বাসায় এখন অলস সময় কাটছে মিশার। তাই ঢুঁ মারছেন ফেসবুকেও। শুক্রবার (৩১ আগস্ট) স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘রিপোর্ট দেখে ডা. বললেন, টু উইক্স রেস্ট। আর উনি বললেন, আমার জন্যে এই নিউজটাই বেস্ট। নেচার আর নারীর কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।’
মিশা বলেন, ‘চিকিৎসক টানা ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। বাধ্য হয়েই দু’টি সিনেমার শুটিং ডেট পিছিয়ে দিতে হলো। এখন পরিবারকে সময় দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।’
এদিকে মিশার অসুস্থতার খবর পেয়ে তার বাসায় তাকে দেখতে যান চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির কয়েকজন নেতা। তাদের মধ্যে ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে চলচ্চিত্রে নাম লেখান মিশা সওদাগর। পরিচালকছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করলেও নিজেকে তিনি খলনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।