দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ‘পদ্মার প্রেম’ সিনেমা নিয়ে হাজির হচ্ছে এক সময়ের ঢালিউড কাঁপানো আলেকজান্ডার-মুনমুন জুটি। ১৫ বছর তাদের দেখা যায়নি এক সাথে। হারুন-উজ-জামান পরিচালিত এই জুটির ‘পদ্মার প্রেম’ সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। কিছু শুটিং বাকি আছে। মানিকগঞ্জে চলচ্চিত্রটির শেষ অংশের শুটিং চলছে।
চলচ্চিত্রের ব্যাপারে নায়িকামুনমুন জানান, ‘গত সপ্তাহ থেকে আমরা মানিকগঞ্জে শুটিং করছি। ইতিমধ্যে একটি রোমান্টিক গানের শুটিং করলাম। এটি দীর্ঘ ১৫ বছর পর আলেক ভাইয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। এতদিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আসলেই অনেক মজার।’
পরিচালক বলেন, ‘আগামী ১০ তারিখের মধ্যে আমরা ছবিটির কাজ শেষ করতে পারব। ছবিটির কাজ শেষ হলেই চলতি বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
‘পদ্মার প্রেম’ ছবিতে মুনমুনকে খল চরিত্রে দেখা যাবে। সম্প্রতি তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে।’
ছবিটিতে মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।