শীঘ্রই অনন্ত জলিল তাঁর নতুন সিনেমা ‘দিন-দ্যা ডে’র নায়ক নায়িকার নাম ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। নির্মাতার নামও জানা যাবে। তবে কে হচ্ছেন নির্মাতা এর একটি আভাসও মিলছে। ইতিমধ্যে সকল আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন অনন্ত।
অনন্ত জলিল জানান, বাংলাদেশের বহু সফল চলচ্চিত্রের রচয়িতা ছটকু আহমেদ লিখছেন ‘দিন-দ্যা ডে’র স্ক্রিপ্ট। এই সিনেমাটিতে অস্কার নোমিনেশন পাওয়া ইরানের অভিনেতা–অভিনেত্রীদের দেখা মিলবে। অস্কারজয়ী শিল্পীরও দেখা মেলার সম্ভাবনা আছে। এছাড়া অনন্ত-বর্ষা তো থাকছেনই। বাংলাদেশের বেশ ক’জন গুণী শিল্পীও অভিনয় করবেন এই সিনেমায়। আর সিনেমাটির নির্মাতা হিসেবে পাওয়া যাবে তামিল অথবা ইরানের বিখ্যাত কোনো নির্মাতাকে।
তবে এখনই সবার নাম প্রকাশ করতে নারাজ এই নায়ক। অনন্ত জলিল বলেন, ‘আমরা সিনেমাটির কাজ অনেক দূর গুছিয়ে এনেছি। খুব বেশি সময় নেব না, শিগগিরই নাম ঘোষণা করবো সিনেমার পাত্র-পাত্রি ও নির্মাতার। অনেক চমক থাকছে আপনাদের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’
জানা গেছে, এই ছবিটির পুরো শুটিং ইরানে করতে চান অনন্ত জলিল। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। আগামী নভেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ ছবি নির্মিত হবে।