এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা বাপ্পী চৌধুরী ও অধরা খান ‘নায়ক’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শীঘ্রই। ছবিটির শ্যুটিংয়ের কাজ প্রায় শেষের পথে। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘নায়ক’ ছবির শুটিং শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে।
কয়েক ধাপে শুটিং শেষ করার পর ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে আছে, এমনটাই জানিয়েছেন ছবির নায়িকাঅধরা খান।
এফডিসিতে শুটিং শুরু করার পর কিছু অংশের কাজ করা হয় কক্সবাজারে। গানের দৃশ্যে অংশ নেন ছবির বাপ্পী চৌধুরী ও অধরা খান।
যাদুকাঠি মিডিয়া প্রযোজিত ‘নায়ক’ চলচ্চিত্রে বাপ্পী ও অধরা প্রথমবারের মত জুটি বেধেছেন। ছবিতে তারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা প্রমুখ।