‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ দিয়ে অভিনয় জীবন শুরু ইয়াশ রোহানের। ছবিটিতে ব্যাপক প্রশংসা পাওয়া পর এবার তিনি শুরু করছেন নতুন সিনেমা ‘চেহারা ছবি’। ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শ্যুটিং।
ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এর মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন ইয়াশ। স্বপ্নজালের সাফল্যের পর ‘চেহারা ছবি’তেও ইয়াশ সাফল্য পাবেন এমনটাই আশা নির্মাতাসহ সবার।
নির্মাতা অরুণ চৌধুরী জানালেন, ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করতে পারেন নুসরাত ইমরোজ তিশা। তবে তা এখনও নিশ্চিত নয়। ছবিটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস।
অরুণ চৌধুরী বলেন, ‘একটি হারিয়ে যাওয়া মেয়ের গল্প এটি। যে শত সামাজিক সমস্যা মোকাবেলা করে কণ্ঠশিল্পী হয়ে ওঠে। পাশাপাশি সুন্দর একটা ভালোবাসার কাহিনীও থাকবে। তিশা এই সিনেমার জন্য চূড়ান্ত হলে তিনি অভিনয় করবেন হারিয়ে যাওয়া মেয়েটির চরিত্রে। অন্যদিকে এই মেয়েটির প্রেমিক চরিত্রে দেখা যাবে সম্ভ্রান্ত ঘরের ছেলে ইয়াশ রোহানকে।’