নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘কল্পরূপ’ আয়োজিত চতুর্থ আবৃত্তি কর্মশালা। ২ মাস মেয়াদী এই কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, উপস্থাপনা, আবৃত্তিসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে আগ্রহী বাচিক শিল্পীদেরকে দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহি সদস্য নাজমুল আহসান তরুণ।
কর্মশালা সম্পর্কে নাজমুল আহসান তরুণ বলেন, আমাদের এই কর্মশালাটি শুধুমাত্র যারা আবৃত্তি করতে চায় কিংবা মঞ্চ, নাটক এবং চলচ্চিত্রে কাজ করতে চায়, তাদের জন্যই নয়; বরং সাংবাদিক, ডাক্তার কিংবা গৃহিণীসহ সকল পেশার সচেতন মানুষের জন্য। এর মাধ্যমে তারা স্ব স্ব ক্ষেত্রে নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপনের করতে পারবে।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কর্মশালার আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের সাক্ষাৎকার ও ভর্তি ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কর্মশালার কোর্স ফি ধরা হয়েছে এক হাজার টাকা। ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি শুক্রবার ও শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগের রাইটারর্স ক্লাবে ক্লাস নেয়া হবে।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা, ভাস্কর বন্দোপাধ্যায়, মীর বরকত, ড. সৌমিত্র শেখর, আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, নাজনীন হাসান চুমকী, মোস্তাফিজ শাহিন, নাজমুল আহসান তরুণ, কাজী কোয়েল, রওনক হাসান, খোন্দকার শাহরিয়ার শাকির, জিয়াউদ্দিন সাগর এবং শাওন হাসনাত।