নিজস্ব প্রতিবেদক:
অমিত হাসান, বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক। ১৯৮৬ সালে এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ থেকে বেরিয়ে আসা এই অভিনেতার অভিনয় জীবন শুরু হয় ‘চেতনা’ ছবির মাধ্যমে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপরে প্রায় ৩০ বছরের অভিনয় জীবনে অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কখনও তিনি নায়ক, আবার কখনও খলনায়ক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আজ ৯ সেপ্টেম্বর এই অভিনেতার জন্মদিন।
কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে জন্মদিনে তাঁর প্রতি রইলো অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
অমিত হাসানের প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। অমিত হাসান নামটা তাঁর এক বান্ধবীর দেয়া। ১৯৬৮ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানার অন্তর্গত বানিয়ারা গ্রামে তাঁর জন্ম।
১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নায়ক হিসেবেই অভিনয় করেছেন। নায়ক হিসেবে তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে শেষ ঠিকানা, তুমি শুধু তুমি, রঙিন উজান ভাটি, আশার প্রদীপ, বেঈমানী, ভালোবাসার ঘর, শাসন, বিদ্রোহী প্রেমিক, জিদ্দী অন্যতম।
অভিনেতা অমিত হাসান সম্পর্কিত আরও খবর :
⇒ করোনাকালীন সময়ে সচেতনতার শিক্ষাই আমাদের শ্রেষ্ঠ অর্জন : অমিত হাসান
২০১২ সালে শাহীন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে তিনি খলনায়ক হিসেবে অভিনয় শুরু করেন। ওই ছবিতেই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য বাচসাস পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি খলনায়ক হিসেবেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
সম্প্রতি জানা গেছে, এবার অমিত হাসান পরিচালনায় আসছেন। তবে সেটা কোনো সিনেমা নয়, ‘পরাণ পাখি রে’ শিরোনামে একটি নাটক পরিচালনা করবেন তিনি। তবে নাটক পরিচালনা তার মুখ্য উদ্দেশ্য নয়, সিনেমাই তার মূল টার্গেট।
বর্তমানে অমিত হাসানের হাতে আছে ‘যন্ত্রণা’, ‘মাসুদ রানা’, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাগুলো। শিগগিরই তিনি ছবিগুলোর শুটিং শুরু করবেন। এছাড়া ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ রয়েছে মুক্তির অপেক্ষায়।