জয়া আহসানের প্রযোজনায় অনম বিশ্বাসের নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ শীঘ্রই মুক্তি পাচ্ছে। টিজার ট্রেলারের পর এবার গান প্রকাশের মাধ্যমে প্রচারণায় নেমেছে ছবিটি। আর এ ছবির গান করছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়। বন্ধু জয়া আহসানের অনুরোধে গাইছেন তিনি। এতে উচ্ছসিত অনুপম জানান, ‘দেবী’তে গান করার আরেকটি কারণ এ উপন্যাসের লেখক হুমায়ূন আহমেদ তাঁর প্রিয় লেখক।
‘দেবী’ নিয়ে গান গাওয়ার পাশাপাশি একটি প্রমোশনাল ভিডিওতেও অংশ নিয়েছেন অনুপম রায়। অবশ্য বাংলাদেশ ও কলকাতার অনেক তারকারাও এ ধরণের প্রমোশনাল ভিডিওতে অংশ নেন। সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার অনুপম রায় জানিয়েছেন, ‘দেবী’ নিয়ে দর্শকদের আগ্রহের কথা। নিজের আগ্রহ ও উদ্দীপনার কথাও নিজে এই প্রমোশনাল ভিডিওতে জানান।
‘দেবী’র প্রমোশনাল ভিডিও ক্লিপে অনুপম জানান, জয়া আমার খুব কাছের বন্ধু। সে একদিন আমাকে তাঁর ‘দেবী’র জন্য একটি গান করে দিতে বলে। আমি রাজি হই। আমার গাওয়া গানটি হয়তো এক দুইদিনের মধ্যে সবাই দেখতে পারবেন।
তিনি বলেন, হুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমাটি তৈরি হচ্ছে, এজন্যও ‘দেবী’র জন্য মুখিয়ে আছি। আমার অত্যন্ত প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। তাঁর একটি লেখাকে বেইজ করে যখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, তখন আমার আগ্রহতো থাকবেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ‘দেবী’র টিজারে আমি মুগ্ধ হয়েছি। প্রচুর মানুষ এটা পছন্দ করেছেন। ছবির জন্য এবং ছবির পুরো টিমের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।
গেলো ৭ সেপ্টেম্বর ‘দেবী’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন এনেছেন জয়া। তিনি জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবেন তিনি।
জয়া আহসান এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।