বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মম অভিনীত ‘স্বপ্নের ঘর’সিনেমা। গেলো ১২ সেপ্টেম্বর সেন্সর বোর্ড ছাড়পত্র দেয় ছবিটিকে। ছবির নির্মাতা তানিম রহমান অংশু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শীঘ্রই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা দেয়া হবে।
তিনি বলেন, ‘অনেক শ্রম নিয়ে ছবিটি নির্মাণ করেছি। একটি হৃদয় ছোঁয়া গল্প আছে এখানে। শিল্পীরাও চেষ্টা করেছেন ভালো লাগার মতো কাজ করার। আশা করছি ছবিটি উপভোগ্য হবে দর্শকদের কাছে।’
একটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘স্বপ্নের ঘর’ সিনেমা। গল্পের মুল ভাবনা অনীশ দাস অপুর, চিত্রনাট্য করেছেন শাওন হক। আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নওশাবা ও শিমুল খানসহ অনেকে।
চিত্রনায়কআনিসুর রহমান মিলন ছবিটি নিয়ে বলেন, ‘নতুন এক দম্পতি একটি বাড়িতে গিয়ে ওঠে। এরপর ঘটতে থাকা নানা ঘটনা নিয়ে জমে ওঠবে ছবির গল্প। সব দর্শকের এটি ভালো লাগবে বলে আশা করছি।’
অভিনেতা শিমুল খান বলেন, ‘ছবিটির প্রধান আকর্ষণ হলো এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। ছবিটি সবার ভালো লাগলে পুরো টিমের পরিশ্রম স্বার্থক হবে।’