প্রথমবার টালিউডে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশের পরিচালক মিনহাজুল ইসলাম অভি। ছবির নাম ‘হৃদয়ের গহীনে’। এই সিনেমায় একটি দ্বৈত গানে কন্ঠ দেয়ার মাধ্যমে টালিউড অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী সোমনুর মনির কোনালের।
প্রথমবার টালিউড সিনেমায় গান গাওয়া নিয়ে কোনাল বলেন, দেশের বাইরের ছবিতে গান করলেও আমি ভয়েস দেওয়ার সময় ওসব নিজের মাথায় রাখিনি। সঙ্গীত পরিচালক আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবেই গেয়েছি। আমি চেষ্টা করেছি আমার কণ্ঠে গানের ভেতরের ইমোশন ফুটিয়ে তুলতে।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পাহাড়ি ধাঁচের গান, খুবই সুন্দর। গানের কথা ও শব্দ চয়নগুলো একেবারেই অন্য রকম। গানের কিছু জায়গায় ফিউশন আছে, ম্যান্ডোলিন আছে। শুনলেই মনে হবে পাহাড়ে বসে আছি। আশা করি গানটি সবার পছন্দ হবে।’
পরিচালক মিনহাজুল ইসলাম অভির নির্মিত এই সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়কফেরদৌস, কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, সোহিনী সরকারসহ আরও অনেকে।
অভি জানান, ছবির গল্প, চিত্রনাট্য তার নিজেরই। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ‘হৃদয়ের গহীনে’ ছবির শুটিং শুরু হবে। কোনাল যে গানটি রেকর্ডিং করেছেন তার সঙ্গে থাকবেন আরেক শিল্পী ইমরান। গানটির সুর করেছেন নাভেদ পারভেজ, লিখেছেন অনুরূপ আইচ।