ঈদুল আযহা উপলক্ষে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছিলো এ প্রজন্মের উদিয়মান সঙ্গীত শিল্পী এস.বি.এল-এর ‘ভিতর জলে’ এবং ‘আমায় ভাষাইলিরে’ শিরোনামের দু’টি গান। ইতোমধ্যেই গান দু’টি উঠে এসেছে দর্শক-শ্রোতাদের পছন্দের তালিকায়। আবারও একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেখান থেকেই এই সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে তার আরও সাতটি গান।
এই সম্পর্কে এস.বি.এল বলেন, যুগের সাথে সব কিছুরই পরিবর্তন এসেছে। সুতরাং আমরাও সেভাবে হাটতেছি। আশা করি দর্শকদের মন ছুয়ে দেওয়ার মত নতুন কিছু করেছি। বাকি টুকু দর্শকদের হাতেই ছেড়ে দিলাম।
সকল শ্রেণির দর্শক-শ্রোতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিল্পসত্তা প্রকৃত মানুষের মানবিক পরিচয়। আসুন আমরা বাংলা গান শুনি এবং সকল প্রকার অন্যায়, সকল প্রকার মাদক থেকে নিজেদের মুক্ত রাখি। এজন্য সংস্কৃতি হচ্ছে সর্বত্তম জায়গা।