চলতি সপ্তাহে কলকাতার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘নাকাব’। কথা ছিলো, একই দিনে আমদানির ভিত্তিতে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে। কিন্তু নানা জটিলতায় সেটা সম্ভব হয়ে ওঠে নি। এবার ধীরে ধীরে সেই জটিলতার অবসান ঘটতে শুরু করেছে। পেয়েছে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন। এবার বাকী রইলো সেন্সর। সেটাও খুব শিঘ্রই পেয়ে যাবেন এমনটাই আশা প্রকাশ করেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
আবদুল আজিজ বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ‘নাকাব’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি প্রদর্শনের জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। সেজন্য গত মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই তারা বুকিং দিচ্ছেন। তিনি আরও বলেন, ঈদের পর থেকে দেশের হলগুলো ছবি খরায় ভুগছে। ‘নাকাব’ দিয়ে সেই খরা কিছুটা হলেও পোষাবে।
রাজিব বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় চিত্রনায়িকানুসরাত ও সায়ন্তিকা। এতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সাদেক বাচ্চু প্রমূখ।
উল্লেখ্য, ‘নাকাব’ ছবির বিনিময়ে কলকাতায় যাচ্ছে বিদ্যা সিনহা মিম ও ওম অভিনীত ‘পাষাণ’।