আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হালের জনপ্রিয় তারকা বাপ্পী চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ সিনেমা। পরিচালক এম এন ইস্পাহানি তার ফেইসবুক পেইজে অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে এ তথ্য জানান।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকালচারাল ইয়ার্ডকে বলেন, ‘নায়ক’ শিরোনামে একটি চলচ্চিত্র প্রয়াত নায়ক মান্না ভাই করেছিলেন। এটা তার সিকুয়্যাল নয়। এটা সম্পূর্ণ আলাদা সিনেমা।
নিজের চরিত্র সম্পর্কে বাপ্পী বলেন, ‘নায়ক’ সিনেমার গল্পটি নায়কের মানে আমার ইচ্ছে পুরণ নিয়ে। বাকীটা ১২ অক্টোবর হলে গিয়ে দেখবে দর্শকরা।
এর আগে গত রোববার চলচ্চিত্রটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। ওইদিনই ছবিটিকে বিনা কর্তনে সেন্সর সনদ দেয়া হয়।
যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জনপ্রিয় যুগল পরিচালক এম এন ইস্পাহানি ও আরিফ জাহান। ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
‘নায়ক’ ছবিতে বাপ্পী ও অধরা প্রথমবারের মত জুটি বেধেছেন। ছবিতে তারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, রেবেকা, শিমুল খান, আঞ্জুমান আরা বকুল প্রমুখ।