নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা তিনি। চার দশকে সমানভাবে টালিউড কাঁপিয়েছেন। দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেও ছিনিয়ে নিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। তিনি টালিউডের একচ্ছত্র শক্তিমান অভিনেতা টালিউড কিং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ বলা হয় তাঁকে। ইন্ডাস্ট্রির সবার কাছে তিনি বুম্বাদা বলে পরিচিত। আজ তার ৫৬তম জন্মদিন। বুম্বাদার জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁকে অনেক অনেক শুভেচ্ছা।
১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বাংলা এবং হিন্দি ছবির প্রখ্যাত চিত্রনায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র প্রসেনজিৎ। তাঁর বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ও মা রতনা চট্টোপাধ্যায়।
১৯৯২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়কে। তিন বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। ১৯৯৭ সালে বিয়ে করেন অপর্ণা গুহঠাকুরতাকে। কিন্তু সে বিয়েও বেশিদিন টেকেনি। ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন। প্রসেনজিৎ-অর্পিতা দম্পতির ত্রিশেনজিৎ নামে এক পুত্র সন্তান রয়েছে।
১৯৬৮ খ্রিস্টাব্দে বাবা বিশ্বজিৎ চট্টপাধ্যায় পরিচালিত ‘জিজ্ঞাসা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। চার দশকে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। এখনও টালিউডে সমানতালে রাজত্ব করছেন।
তাঁর কালজয়ী সিনেমা অমর সঙ্গী এখনও মানুষে মুখে মুখে। তিনি প্রায় আড়াইশোর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেযোগ্য প্রতিশোধ, শত্রু, জীবন মরণ, আতঙ্ক, দোলন চাঁপা, কালপুরুষ, উনিশে এপ্রিল, আলিঙ্গন, সংক্রান্তি, ভাঙ্গা গড়া, প্রেম পূজারী, উৎসব, বাইশে শ্রাবণ, চোখের বালি, দোসর, খেলা।
এছাড়াও ঋতুপর্ণ ঘোষের ইংরেজি ছবি দ্য লাস্ট লিয়ারে অভিনয় করেন তিনি। এটি তাঁর অভিনীত একমাত্র ইংরেজি ছবি। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি অর্জন করেন স্টার ডাস্ট পুরস্কার, মহানায়ক সম্মাননা, মিরচি মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার, জি গৌরব অ্যাওয়ার্ড, বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড, স্টার জলসা ইন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, কালাকর অ্যাওয়ার্ড, বিএফজেএ পুরস্কার, সঙ্গীত সিনে অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।