নিজস্ব প্রতিবেদক:
গত ২৮ সেপ্টেম্বর শতাধিক সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘নাকাব’। এটি বাংলাদেশে আমদানি করে জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে গত ঈদে যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হয় রাহশান নূর পরিচালিত ও অভিনীত সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। পরে বড় পরিসরে এই ছবিটি পরিবেশনার দায়িত্ব নেয় জাজ।
প্রথমে জানানো হয়, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’ ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে বড় পর্দায় আসবে। এরপর গত ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলন করে জানানো হয়, ৫ অক্টোবর মুক্তি পাবে। কিন্তু ৫ অক্টোবরও মুক্তি পায়নি ছবিটি। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গণে শুরু হয় নানা বিতর্ক।
‘বেঙ্গলি বিউটি’ মুক্তি সম্পর্কে হল মালিকগণ অবগত না থাকা এবং ‘নাকাব’ ছবিতে ভালো দর্শক পাওয়ার কারণে ছবিটি মুক্তি পায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে পরিবেশক ও পরিচালক কেউ স্পষ্টভাবে কিছুই বলেন নি।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি না পাওয়ার জন্য দায়ি করেন পরিচালক ও অভিনেতা রাহশান নূরকে। তিনি জানান, কেন মুক্তি পায়নি, এটা আমার চেয়ে রাহশান নূর ভালো বলতে পারবেন।
এ বিষয়ে কথা বলতে অসম্মতি প্রকাশ করে রাহশান নূর জানান, এই ছবিটি করতে গিয়ে পদে পদে আমার অনেক অভিজ্ঞতা হলো। সেসব কথা আজ আর না বলি। আপাতত এ বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।
এদিকে ‘বেঙ্গলি বিউটি’র মুক্তির কথা তাদেরকে জানানো হয়নি বলে জানান মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড সেলস) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, একটা ছবি মুক্তির ক্ষেত্রে ডিস্ট্রিবিউটররা আমাদের জানান। সে অনুযায়ী আমরা ছবি প্রদর্শন করব কী করব না, তার সূচি সাজাই। ‘বেঙ্গলি বিউটি’ যে ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে- তা অফিসিয়ালি আমরা জানি না।
আবার বেশ কয়েকজন হল মালিক জানান, শাকিব খানের ‘নাকাব’ ভালো চলায় নতুন ছবি তোলেন নি তারা।
‘বেঙ্গলি বিউটি’ চলচ্চিত্রে রাহশান নূরের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার প্রিয়মুখ মুমতাহিনা টয়া। এতে পীযূষ বন্দ্যোপাধ্যায়, সারা আলম, আশফাক রেজওয়ান, নেইলি আজাদসহ আরও অনেকে অভিনয় করেছেন।