জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী জাকিয়া বারী মম’র ভৌতিক সিনেমা ‘স্বপ্নের ঘর’ আসছে আগামী ৯ নভেম্বর। যদিও প্রথমে ছবিটির নাম ছিলো ‘স্বপ্নবাড়ি’। পরে এটি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক তানিম রহমান অংশু।
তিনি বলেন, এটি ভৌতিক গল্পের ছবি। এ ধরনের একটি গল্প বাংলাদেশের দর্শকরা বাংলা ছবিতে প্রথমবার দেখবেন। আসছে ৯ই নভেম্বর এটি মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।
‘স্বপ্নের ঘর’ সিনেমার কাহিনী নিয়ে মম জানান, ছবির কাহিনী গড়ে উঠেছে সীমান্ত নামে এক অভিনেতা ও তার স্ত্রী মারিয়া নামের একটি গৃহিণীকে ঘিরে। এখানে মারিয়া চরিত্রে তিনি ও সীমান্ত চরিত্রে মিলন অভিনয় করেছেন। সীমান্ত ও মারিয়ার স্বপ্ন নিজেদের একটি বাড়ি হবে, সন্তান হবে এবং সেটি নিজের মতো করে সাজাবে এ নিয়েই ঘটতে থাকে নানান ঘটনা।
অভিনেতা মিলন জানান, এ ছবিতে দর্শক ব্যতিক্রম অনেক কিছু দেখতে পাবেন।
তাকি খান ফিল্মসের প্রযোজিত ‘স্বপ্নের ঘর’ সিনেমায় মিলন ও মম’র পাশাপাশি কাজী নওশাবা, শিমুল খান, মারুফুর রহমান, মালিক বিশ্বাস, আরফান অনিকসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে ও পরিবেশনায় রয়েছে মা চিত্রকথা।
এতে জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, তাহসান রহমান খান ও দিলশাদ নাহার কনা প্লেব্যাক করেছেন। সুর ও সংগীত পরিচালনায় আছেন সাজিদ সরকার।