তাজাকিস্তানে বাংলাদেশি নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’ ক্রিটিকস অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত অষ্টম ডিডোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮ আসরের সমাপণী দিনে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
এছাড়া গত ৬ জুলাই শেষ হওয়া ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে গ্রান্ডপিক্স পুরস্কার অর্জন করে ‘মীনালাপ’ চলচ্চিত্রটি।
এ বিষয়ে নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি কালচারাল ইয়ার্ড কে জানান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’, আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহুর্তগুলো নিয়ে নির্মিত। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুনে শহরে আসা গার্মেন্টস এ কর্মরত একটি বাঙ্গালি দম্পতির অনাগত সন্তান ভূমিস্ট হওয়ার আগ মুহূর্তগুলো চলচ্চিত্রটিতে উঠে এসেছে।
‘মীনালাপ’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন অর্চনা গাঙ্গরেকর। শব্দ গ্রহণে স্বরূপ ভাত্রা, শিল্প নির্দেশনায় হিমাংশী পাটওয়াল এবং সম্পাদনায় ছিলেন ক্ষমা পাডলকর। চলচ্চিত্রটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র প্রযোজনায় নির্মিত।
‘মীনালাপ’ চলচ্চিত্রচির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত, প্রমিত দত্ত, বিবেক কুমার এবং দেভাস দীক্ষিত।