সাইমন সাদিক ও অধরা খান অভিনীত সিনেমা ‘মাতাল’ মুক্তি পেয়েছে শুক্রবার। শরীফ চৌধুরী প্রযোজিত ও শাহিন সুমন পরিচালিত সিনেমাটি দেশের ৭৫টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়। ছবিটি নিয়ে আশাবাদী প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা। তারা বলছেন, সুন্দর গল্পে নির্মিত সিনেমাটি দেশের দর্শকরা গ্রহণ করবে। সবার ছবিটি ভালো লাগবে বলেও মনে করেন তারা।
এ বিষয়ে ছবিটির পরিচালক শাহিন সুমন বলেন, ‘সব সময় গল্পনির্ভর ছবি নির্মাণ করার চেষ্টা করি। এ ছবিতেও দর্শক সুন্দর একটি গল্প পাবে। এই ছবিতে অধরা খান অনেক ভালো কাজ করেছে। আমার বিশ্বাস দর্শক নতুন নায়িকা ও ছবি দু’টোই পছন্দ করবে।’
ছবিটি নিয়ে আশাবাদী অভিনেত্রী অধরা খান বলেন, ‘পরিচালক শাহিন সুমন স্যার এর হাত ধরেই আমি চলচ্চিত্র শুরু করি। যদিও আমার শুটিং শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির মাধ্যমে। সেই ছবিতে প্রযোজকও ছিলেন শাহিন সুমন স্যার। তার কিছুদিন পরই ‘মাতাল’ ছবিটির প্রযোজক হিসেবে আসেন শরীফ চৌধুরী। সেই হিসেবে আমার প্রথম প্রযোজক তিনি। আমরা অনেক যত্ন করে ছবিতে কাজ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হলে এসে ছবিটি দেখবেন।’
প্রযোজক শরীফ বলেন, ‘আমি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছি। এর আগে আমার প্রযোজনার ‘পুড়ে যায় মন’ ছবিটি একটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। দর্শক ছবিটির প্রশংসা করেছে। আমি বিশ্বাস করি, এই ছবিটিও দর্শক পছন্দ করবে।’
শাহিন সুমন পরিচালিত ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘মাতাল’। ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। ছবিতে সাইমন ও অধরা ছাড়াও অভিনয় করেছেন শিপন, অরিন, সাদেক বাচ্চু, জয় রাজসহ আরও অনেকে।