বিশেষ প্রতিবেদক:
বহুদিন ধরে আলোচনা আর উচ্ছাসের মধ্য দিয়ে গত সপ্তাহে মুক্তি পায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত সিনেমা ‘দেবী’। সরকারী অনুদান নিয়ে সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছবির রানু চরিত্রে অভিনয়ও করেন তিনি। ছবি মুক্তির আগে থেকেই এ নিয়ে উচ্ছাসিত ছিলো সিনেমাপ্রেমীরা। বিশেষ করে দেশে বিদেশের হাজারও হুমায়ূনভক্তরা চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করেছে মিসির আলী আর রানুকে বড় পর্দায় দেখার।
গত সপ্তাহে সিনেমাটি সগৌরবে চলেছে দেশের ২৮টি সিনেমা হলে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা, শ্যামলীসহ ঢাকার বাইরের হলগুলোতেও দর্শকদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো। বিকল্প ধারায় নির্মিত চলচ্চিত্র সব শ্রেণির দর্শক বিশেষ করে ঢাকার বাইরে বেশি চলে না এই ধারণাকে ভুল প্রমাণ করে ঢাকার বাইরের দর্শকও উচ্ছাসের সঙ্গে গ্রহণ করেছে এই সিনেমা। আর তাইতো প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহেও এই উচ্ছাস আরও বেড়ে গেছে। ‘দেবী’ চলচ্চিত্র আরও অধিক হলেও মুক্তি পাচ্ছে।
ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, সনি, সৈনিক ক্লাবসহ সিনেমাহলগুলোতেও টানা চলছে ছবিটি। এছাড়া ময়মনসিংহের ছায়াবানী, ফরিদপুরের বনলতা, নারায়ণগঞ্জ’র নিউ মেট্রো, সান্তাহারের পূর্বাশা, কুমিল্লার গ্যারিসন, জয়দেবপুরের বর্ষা, সাভারের সেনা , চট্টগ্রামের আলমাস, সিলভার চট্টগ্রামের স্ক্রিন, বরিশালের অভিরুচি, সিলেটের নন্দিতা, খুলনার লিবার্টি, শংখ, যশোরের মনিহার, দিনাজপুরের মডার্ন, পাবনার রূপকথা, বগুড়ার সোনিয়া, মম ইনসহ ঢাকার বাইরের হলগুলোতে টানা চলছে ছবিটি।
এছাড়া দয়ারামপুরের গ্যারিসন, শাহজাদপুরের গৌরী, পিরোজপুরের অনামিকা, মধুপুরের মাধবী, নীলফামারির মমতাজ মহল, মানিকগঞ্জ’র নবীন, জয়পুরহাটের পৃথিবী, কুলিয়ারচরের রাজ, রংপুরের শাপলা, পটুয়াখালীর তিতাসসহ অনেক হলেই নতুন করে মুক্তি পাচ্ছে ছবিটি। ভিন্ন ধারার এ ছবির হল বাড়ায় উচ্ছসিত দর্শকদের ঢল বাড়ছে প্রেক্ষাগৃহগুলোতে।
প্রথম সপ্তাহে ছবি মুক্তির আগেই যেমন অগ্রিম টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছিলো। দু’দিন আগেই অগ্রিম টিকিট শেষ হয়ে যাচ্ছিল। সেরকম দ্বিতীয় সপ্তাহেও দেবীর অগ্রিম টিকিটের জন্য দর্শকদের লাইন লেগে গেছে। দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে এমন খবরই পাওয়া গেছে। এদিকে বাংলা সিনেমায় লগ্নি উঠে আসেনা বলে যে কথা চাউর আছে তাকে ভুল প্রমাণিত করে প্রথম সপ্তাহেই লাভের পরিমাণ কয়েকগুন হয়েছে বলে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সূত্রে জানা গেছে। বিষয়টি প্রযোজক জয়া আহসান ও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ স্বীকার করেছেন।
আগামী মাসে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘দেবী’ সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন প্রযোজক জয়া আহসান।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের উপন্যাস ‘দেবী’। সিনেমাটিতে মিসির আলী চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও রানু চরিত্রে জয়া আহসান। এ দু’জনের অভিনয় ইতিমধ্যে মুগ্ধ করেছে সিনেমাপ্রেমী দর্শকদের। ছবিটিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, শবনম ফারিয়া, ইরেশ জাকেরসহ অনেকেই।