ম্যাজিক মামনি খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। আজকের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। দুই বছর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। বিয়ের পর আজ তাঁর তৃতীয় জন্মদিন স্বামীর সঙ্গে জমকালো আয়োজনে পালন করেছেন তিনি।
স্বামী ও বন্ধু-বান্ধবের সঙ্গে জন্মদিনের সেই সব জমকালো আয়োজনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তাঁর ফেসবুক প্রোফাইলে কিছু ছবি দিয়ে মাহি জানান, রাত বারোটার পরে ঘরোয়া আয়োজনে স্বামীকে নিয়ে কেক কেটেছেন তিনি। এটি তাঁর জীবনের সেরা জন্মদিন। ছবিগুলোর মধ্যে দেখা যায় স্বামী অপু, পরিবারের সদস্যসহ অনেক বন্ধবান্ধবের সঙ্গে কেক কাটছেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায় সেলাই মেশিনের কাপড় সেলাই করছেন মাহি। কয়েকটি ছবিতে দেখা যায় উপহার পাওয়া ফুল হাতে মাহি।
জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তার চূড়ায় উঠেন তিনি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তিনি এখন খ্যাতির শীর্ষে। তার ম্যাজিক মামনি আইটেম গান দুই বাংলায় বিপুল জনপ্রিয়। তিনি সত্যিই যেন ঢালিউডের ম্যাজিক মামনি।
স্বামীর সঙ্গে মাহিয়া মাহির সেরা জন্মদিন
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসা, অনেক সাধের ময়না, অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, কৃষ্ণপক্ষ, দেশা দ্য লিডার, ঢাকা অ্যাটাকসহ অসংখ্য। সবশেষ মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকরা দেখেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
বর্তমানে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ্র অশ্রু’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন মাহিয়া মাহি। ‘অন্ধকার জগত’ নামে একটি ছবি শেষ করেছেন এর আগে। এটি এখন মুক্তির অপেক্ষায়।