ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন নিয়ে এবার সিনেমা নির্মাণ করা হচ্ছে। ‘মধুর ক্যান্টিন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন বিশিষ্ট চিত্রপরিচালক সাইদুর রহমান সাইদ। ছবিটিতে মধু দা চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। আর মধু দা’র এর স্ত্রী যোগমায়ার চরিত্রে অভিনয় করছেন বেদের মেয়ে জোসনা খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ।
শনিবার মধুর ক্যান্টিন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ওমর সানী। পরিচালক সাইদুর রহমান সাইদ ও চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিশ্চিত করেছেন।
‘মধুর ক্যান্টিন’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। নভেম্বরের ৪ তারিখে ছবিটির মহরত হওয়ার কথা রয়েছে। আর শুটিং শুরু হবে ওই মাসের মাঝামাঝি থেকে।
পরিচালক জানান, খুব শিঘ্রই কলকাতায় গিয়ে অঞ্জু ঘোষকে এই ছবির জন্য চুক্তিবদ্ধ করা হবে। এছাড়া ‘মধুর ক্যান্টিন’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন প্রিয়দর্শিনী মৌসুমী।