বাংলা নাটককে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে ইউটিউবের জন্য নাটক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিনেমাওয়ালা ও মোশন পিকচার্স। তাদের যৌথ উদ্যোগে প্রতি মাসে পাঁচটি করে নাটক নির্মিত হবে। টেলিভিশনের নবীন ৫ নির্মাতা নাটকগুলো বানাবেন। প্রথম ভাগে ভিন্নস্বাদের প্রেমের গল্পে নাটক নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, সহীদ উন নবী, কাজল আরেফিন অমি, এবি রোকন ও ওয়াসিম সিতার৷
‘সিনেমাওয়ালা’র কর্ণধার ও জনপ্রিয় নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, নভেম্বরের শেষের দিকে নাটকগুলো সিনেমাওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। ইতোমধ্যে শুটিংয়ের তারিখ নির্ধারণ হয়েছে। প্রচারের পর সবচেয়ে বেশি দর্শকপ্রিয় নাটকগুলো আন্তর্জাতিক প্লাটফর্মে দেয়া হবে। তিনি বলেন, দুনিয়াটাই এখন ডিজিটাল। ইউটিউবে প্রচুর মানুষ নাটক দেখেন৷ আমি নিজে যে নাটকগুলো বানাই ডিজিটালি ফিডব্যাক পাই। ইউটিউব থেকে একটা অর্থ আসে। বিভিন্ন স্পন্সর কোম্পানি সহযোগিতা করছে। প্রতিমাসে যে পাঁচটি নাটক তৈরি হবে সেগুলোর গল্প বলার ধরন হবে আলাদা। আশা করছি, এর মাধ্যমে অনলাইন নতুন ধারা তৈরি হবে।
মাবরুর রশিদ বান্নাহর ‘ও যেন আমার হয়’, কাজল আরেফিন অমির ‘এক্স গার্লফ্রেন্ড’, সহীদ উন নবীর ‘এক্সিউজ মি’, এবি রোকনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ এবং ওয়াসিম সিতারের‘হোয়াই সো সিরিয়াস’ নাটকগুলো নির্মাণ করা হচ্ছে। এগুলো প্রথম ধাপেই দেখানো হবে।