শুরু হয়েছে লন্ডনে বাংলা চলচ্চিত্রের অন্যতম আসর ‘লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসব’-এ ছবি গ্রহণ ও নিবন্ধনের প্রক্রিয়া। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। আগামী বছরের এপ্রিল মাসে এ উৎসব শুরু হবে। উৎসবে জমা পড়া চলচ্চিত্রগুলো থেকে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শণ করা হবে।
উৎসবের উদ্যোক্তা ও পরিচালক লন্ডন প্রবাসী চিত্রপরিচালক মনসুর আলী ও তার স্ত্রী মডেল রুহী এ বিষয়ে জানান, চলচ্চিত্র গ্রহণ ও নিবন্ধনের প্রক্রিয়া চলছে । এরপর শুরু হবে বাছাই প্রক্রিয়া । নির্বাচিত ছবিগুলো উৎসবে প্রদর্শণ করা হবে। কয়েকটি দেশের চলচ্চিত্রবোদ্ধারা বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন ।
মনসুর বলেন, ‘বাংলা চলচ্চিত্র নিয়েই আমাদের এ আয়োজন। চাই, বাংলা ছবি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। এ লক্ষ্য থেকে উৎসবটি শুরু হয়েছে।’
www.lbff.co.uk এ ঠিকানার মাধ্যমে নির্মাতারা বিস্তারিত জানতে পারবেন।