ষষ্ঠবারের মতো বার্সেলোনায় বসতে যাচ্ছে এশিয়া চলচ্চিত্র উৎসব। আর এ উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের আলোচিত তিন চলচ্চিত্র। সিনেমাগুলোর মধ্যে আকা রেজা গালিব পরিচালিত দেশের প্রথম থ্রিলারধর্মী সিনেমা ‘কালের পুতুল’ উৎসবের ডিসকভারিস বিভাগে দেখানো হবে। এছাড়া ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ উৎসবের স্পেশাল ক্যাটাগরিতে ও মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘ডুব’ নেটপ্যাক ক্যাটগরিতে দেখানো হবে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কালের পুতুল’ চলতি বছর মার্চে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এছাড়া গত বছর ‘ভুবন মাঝি’ ও ‘ডুব’ ছবি দুটি মুক্তি পায়। ছবিগুলো দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।
জানা যায়, ‘দ্য এশিয়ান ফিল্ম ফেস্টিভাল বার্সেলোনা’য় এশিয়ার প্রায় বিশটি দেশ থেকে পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একশো সিনেমা বাছাই করে প্রদর্শনের জন্য মনোনয়ন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পৃথক পৃথক তিনটি ভেন্যুতে উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
এশিয়া চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে অফিশিয়াল, প্যানারোমা, নেটপ্যাক, ডিসকভারিস, স্পেশাল, কম্পিটিশন এবং রেট্রোস্পেকটিভ ক্যাটাগরিতে। এ বছর ‘রেট্রোস্পেকটিভ বিভাগ’টি উৎসর্গ করা হয়েছে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণপাম’ জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ নির্মাতা হিরোকাজু কোরি-এদারকে।