জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনালেখ্য নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা- আ ডটারস টেল’। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস’র যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন অ্যাপলবক্স’র প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউর রহমান খান পিপলু।
ছবিটির দৈর্ঘ্য ৭০ মিনিট। ছবিটিতে একজন শেখ হাসিনার রান্না ঘর থেকে সরকার প্রধানের দায়িত্ব পর্যন্ত প্রতিটি ক্ষেত্র উঠে এসেছে। উঠে এসেছে তাঁর ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উঠে এসেছে বঙ্গবন্ধুর অন্য মেয়ে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও।
নির্মাতা রেজাউর রহমান খান পিপলু জানান, পাঁচ বছরের প্রচেষ্টার ফসল ডকু-ড্রামা ‘হাসিনা- আ ডটারস টেল’। এখন এর নিরীক্ষণ পর্ব চলছে। শীঘ্রই হবে এর প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো’র পরেই মুক্তি দেওয়া হবে এই ডকু-ড্রামাটি।
‘হাসিনা- আ ডটারস টেল’ ডকু-ড্রামার শুটিংয়ের দৃশ্য
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেইলার। যা সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেইলরে দেখা যায়, নাতি নাতনিদের সঙ্গে নিয়ে রান্নাঘরে রান্না করতে করতে কথা বলছেন শেখ হাসিনা। ডকু-ড্রামাটিতে শোনা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার আবেগঘন কণ্ঠ আর দৃশ্যায়নে ফুটে উঠে তাদের বাবা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নৃশংস কায়দায় হত্যার পর বিষাদপূর্ণ সময় ও দুই বোনের নির্বাসিত জীবন সংগ্রামের কিছু চিত্র।
এই ডকু-ড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবন প্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছেন নির্মাতা। তার বিশ্বাস এই ডকু-ড্রামা বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের ভাবনার খোরাক হবে এবং হৃদয় জয় করবে।