বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ইরানি চলচ্চিত্র জনপ্রিয়তার স্থান ধরে রেখেছে। আর তাই দর্শক চাহিদার কথা মাথায় রেখে ঢাকায় চলছে ইরানি চলচ্চিত্রের প্রদর্শনী। রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ৩ নভেম্বর শনিবার বিকেল ৫টায় এ আয়োজন শুরু হয়। যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টায় ও বিকাল ৩টায় করা হবে চলচ্চিত্র প্রদর্শনী।
এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ইরানি কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের প্রথম দিন প্রদর্শিত হয় রেজা মীর কারিমী পরিচালিত ‘খেইলী দূর খেইলী নাযদীক’ছবিটি।
এছাড়া পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ‘রা’হে আ’বিয়ে আবরীশাম’, ‘সিয়া’রে সা’দভা চেহেল ভা সে’, ‘সেফ্র তা সাক্কু’, ‘রোযেগা’রে এশ্ক ভা খিয়ানাত, ‘এমরুয’, ‘সুকুতে রা’না’ছবিগুলো। এছাড়া পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ‘রা’হে আ’বিয়ে আবরীশাম’, ‘সিয়া’রে সা’দভা চেহেল ভা সে’, ‘সেফ্র তা সাক্কু’, ‘রোযেগা’রে এশ্ক ভা খিয়ানাত, ‘এমরুয’, ‘সুকুতে রা’না’ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।