ভক্তদের নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজের ৪৫তম জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। শনিবার সন্ধ্যায় ওমর সানি ও মৌসুমীর ফ্যান ক্লাবের আয়োজনে এ জন্মদিন উৎসব করা হয়।
মৌসুমী স্বামী ওমর সানি ও মেয়ে ফাইজাকে নিয়ে কেক কাটেন। মৌসুমীর ভক্তরা তাঁকে কাছে পেয়ে ব্যাপক উল্লাস প্রকাশ করেন।
চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমাদের ভক্তরা মিলে কেক কাটার আয়োজন করেছে। আমরা সেখানে হাজির ছিলাম। এটা কোন বড় জন্মদিনের পাটি ছিলনা সেই অর্থে। এ অনুষ্ঠানে মৌসুমী ভক্তদের একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলেন-এ ব্যাপারে সানী জানিয়েছেন, আজই নয়। দুই একদিনের মধ্যে এই সারপ্রাইজ দেবে মৌসুমী।
এর আগে রাত ১২টায় নিজেদের বাসায় কেট কাটেন ওমর সানী ও মৌসুমী। মৌসুমীর ছেলে ফারদিন পড়াশোনার জন্য দেশের বাইরে আছেন বলে স্বামী ওমর সানী ও কন্যা ফাইজাকে নিয়ে জন্মদিনের কেক কাটেন মৌসুমী।
আরিফা পারভিন জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাজমুজ্জামান মনি ও মায়ের নাম শামীমা আখতার জামান। তিনি প্রিয়দর্শিনী মৌসুমী নামে পরিচিত।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এদিকে একাধিক বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার পান তিনি।
সম্প্রতি মৌসুমী অভিনীত একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যে রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবিটি শেষ করেছেন। এটি মুক্তির অপেক্ষায়।
মৌসুমী অভিনীত এবং চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১৪ ডিসেম্বর তার নতুন ছবি ‘রাত্রীর যাত্রী’ মুক্তি পাচ্ছে। এ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।