বাংলা চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’ জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের ৬৩তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। দেশ-বিদেশের অনেক চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এ জন্য তাঁকে বলা হয় চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিন নিয়ে কখনই তেমন কোন আয়োজন করেন না এন্ড্রু কিশোর। যতটুকু না করলেই নয়, ততটুকুই পরিবার থেকে করা হয় বলে জানান তিনি। তবে এবার তাঁর শ্বাশুড়ি অসুস্থ তাই তেমন কিছুই করা হচ্ছে না। এছাড়া কিছুদিন আগে প্রিয় আইয়ূব বাচ্চুও হঠাৎ চলে যাওয়ায় শোকের আবেশ চারিদিকে।
সব মিলিয়ে কোন আয়োজনই রাখেন নি জানিয়ে এন্ড্রু কিশোর বলেন, সবাইকে একদিন চলে যেতে হবে, এটা সত্যি। জীবন পরিপূর্ণ হবার আগেই চলে যাওয়াটা মেনে নেওয়ার মতো নয়। তাই জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করছি যেন সুস্থ্য থাকি। সুস্থ্য থেকে জীবনটাকে পরিপূর্ণ করেই যেনে যেতে পারি।
অসংখ্য জনপ্রিয় গান গেয়ে দর্শকনন্দিত হয়েছেন এন্ড্রু কিশোর। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে ইত্যাদি।
সম্প্রতি সৈয়দ শামসুল হকের লেখা শেষ তিনটি গান আলম খানের সুরে গাইছেন এন্ড্রু কিশোর। এরমধ্যে একটি শেষ হয়েছে।
বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।