হাল সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা অশিল্পী সুলভ আচরণের অভিযোগে তিনমাস নিষিদ্ধ ছিলেন টেলিভিশনের সকল কাজ থেকে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। এর আগে প্রোগ্রাম প্রডিউসারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গত ২৮ জুলাই সর্বসম্মতিক্রমে সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে।
গত ১ আগস্ট থেকে তিনি নিষিদ্ধ হোন। এর প্রেক্ষিতে এক ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিজের অশিল্পীসুলভ আচরণের জন্য ক্ষমা চান সারিকা। তার আবেদনের প্রেক্ষিতে ১ নভেম্বর থেকে তার ওপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। গত ৩ নভেম্বর থেকে টেলিভিশনের পর্দায় ফিরেছেন টিভি তারকা সারিকা। এদিন লিটু সাখাওয়াত এর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘ব্রেকিং নিউজ’ এর শুটিংয়ে অংশ নেন তিনি। সারিকার বিপরীতে অভিনয় করেছেন সজল।
এ বিষয়ে সারিকা জানান, ‘আমার বিরুদ্ধে ছয় মাসের নিষেধাজ্ঞা ছিলো, সেটা কমিয়ে তিন মাস করা হয়েছে। গত ১ নভেম্বর নিষেধাজ্ঞার তিন মাস শেষ হয়েছে। যার ফলে ৩ নভেম্বর থেকে আবার অভিনয় শুরু করতে পেরেছি।’