৮ম বারের মতো বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট’। এই আয়োজনের শুরুর দিনই নিজের নির্মিত চলচ্চিত্র ‘মান্টো’ নিয়ে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস।
উর্দুভাষী প্রভাবশালী লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মান্টো’। বৃহম্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে ছবিটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি দেখতে বাংলাদেশী দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ‘মান্টো’ নিয়ে উপমহাদেশে ব্যাপক সাড়া পড়ে যায়। সেই সাড়ার ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয় ছবিটি ঘিরে। ছবি প্রদর্শনী শেষে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলেন নন্দিতা দাস। সঞ্চালকের সাথে সাথে দর্শকরাও উৎসাহের সঙ্গে নির্মাতার কাছে জানতে চান নানা বিষয়ে।
‘মান্টো’ নিয়ে বাংলাদেশী দর্শকদের উৎসাহে নিজের তৃপ্তির কথা প্রকাশ করেন নির্মাতা। তিনি জানান, এ ছবি উপমহাদেশের মানুষের তথা বাঙ্গালী সমাজের মুক্তচিন্তার ধারক হিসেবে কাজ করছে। দর্শকরাও এ ছবির সাথে নিজেদের একাত্নতা হওয়ার মেসেজ দেন নির্মাতাকে। নির্মাতা ও দর্শকদের আলোচনা জমে উঠে একটি কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হয়। নির্মাতা ও দর্শক বাংলা চলচ্চিত্রের মাস্টার ফিল্ম মেকার ঋত্বিক ঘটকের সঙ্গে মান্টোর জীবনের এক মেলবন্ধন তৈরি করতে সমর্থ হন।
‘মান্টো’ ছবি নিয়ে নির্মাতা নন্দিতা দাস ও অভিনেত্রী মনিষা কৈরালা আবারও হাজির হবেন উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সোয়া এগারোটার অধিবেশনে। এ ছবি নিয়ে খোলামেলা আলোচনা করবেন তারা। সেখানে নিজের স্ট্রাগলের গল্প শোনাবেন নির্মাতা। তার সঙ্গে উপস্থিত থেকে ক্যানসার জয়ী বলিউড অভিনেত্রী মনীষা শোনাবেন তার বিজয়ের গল্প। ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বইও লিখেছেন। যার নাম ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’। ঢাকা লিট ফেস্টে নিজের ক্যারিয়ার ও ক্যানসার জয়ের গল্প বলবেন তিনি। তাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।
উল্লেখ্য, গত ৭১তম কান চলচ্চিত্রে প্রদর্শিত হয় ‘মান্টো’। গেল সেপ্টেম্বরে ভারতে ছবিটি মুক্তি পায়। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও। ‘মান্টো’র নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। আরও অভিনয় করেছেন ঋষি কাপুর, পরেশ রাওয়ালের মতো তুখোড় অভিনেতা। দেখা যাবে জাভেদ আখতারের মত প্রভাবশালী ব্যক্তিত্বকেও।