আয়নাবাজি নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবার অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্স এর জন্য তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। তার পূর্বঘোষিত পূর্ণদৈর্ঘ্য ‘রিক্সা গার্ল’ এর আগে এ সব স্বল্পদৈর্ঘ্য নির্মাণে হাত দিচ্ছেন তিনি। যা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম আইফ্লিক্স এ প্রদর্শন হবে।
অমিতাভ রেজা চৌধুরী এর মাধ্যমে এই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন।
অমিতাভ জানান, ‘নিঃশব্দতার শহর’, ‘বন্ধু আর বন্দুকের নল’, ‘ভালোবাসা ভাড়া হবে’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। শুরু হয়েছে প্রথম ছবির চিত্রধারণের কাজ। স্বল্পদৈর্ঘ্য ‘নিঃশব্দতার শহর’ একজন শিশু গৃহপরিচারিকার গল্প।
তিনি বলেন, মন কিছু গল্প আছে যারা কোন এক সময় এসেছিল আমার কাছে। আমি ওগুলোকে সাথে সাথে রেখেছি। গল্পগুলোর সাথে এভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমার। অনেক বছর ধরে ‘নিঃশব্দতার শহর’ গল্পটা আমার সাথে সাথে আছে। সেই গল্পটা দিয়েই দৃশ্য ধারণ করছি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ শেষে চলতি মাসেই মুক্তি পাবে আইফ্লিক্সে।