‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী এবার ‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চীনে গেছেন। সেখানে ‘মিস ওয়ার্ল্ড’ এর গ্রুমিংয়ে অংশ নিয়েছেন তিনি।
শনিবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঐশীকে বিদায় জানান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী। রোববার সকালে চীনের সানাইয়া শহরে পৌঁছান ঐশী। সেখানে মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা ঐশীকে স্বাগত জানায়।
‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, ঐশী এখন সানাইয়া শহরে আছেন। তিনি সেখানে গ্রুমিংয়ে অংশ নিয়েছেন।
৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। তাদের সঙ্গে লড়তে হবে ঐশীকে। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।
জান্নাতুল ফেরদৌসী ঐশী পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায় জন্ম নেন। মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষা নিতে। শুরু করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং। চোখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে করতেই একদিন দেখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর আবেদনের খবর। আবেদন করে ডাক পেয়ে যান এই মঞ্চে। সেই ডাক থেকে শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন তিনি। ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–এর গ্র্যান্ড ফিনালের আয়োজনে সেরা ১০ সুন্দরীর মধ্যে থেকে ঐশী সেরা হিসেবে নির্বাচিত হন।
কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি ও ব্যারিস্টার ফারাবী এ আয়োজনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।