নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম পথপ্রদর্শক প্রতিষ্ঠান উজ্জ্বলা’র আয়োজনে অনুষ্ঠিত হলো উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮ বিজয়ী হয়েছেন সাদিয়া সাবরিন চৌধুরী।
অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে পুরস্কৃত করেন স্টাইল আইকন ও অভিনেত্রী শম্পা রেজা চৌধুরী, সাদিয়া ইসলাম মৌ, বন্যা মির্জা, সঙ্গীতশিল্পী মেহজাবিন, শৈবাল সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন আফরোজা পারভিন।
বিজয়ীকে উজ্জ্বলার পক্ষ থেকে দেশের বাইরে বিউটি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা করা হয়। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিকে উজ্জ্বলার পক্ষ থেকে উপহার দেওয়া হয়। এছাড়া উজ্জ্বলার পক্ষ থেকে তারা পাবেন নানা সুবিধা।
উজ্জ্বলার প্রতি কৃতজ্ঞ প্রতিযোগিরা তাদেরকে এই প্লাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, সাধারণ পরিবার থেকে আসা এ সব মেয়েদের এত বড় প্লাটফের্মে আনার জন্য তারা উজ্জ্বলার প্রতি কৃতজ্ঞ। উজ্জ্বলা না হলে তাদের জন্য এখানে আসা সম্ভব হতো না।
উপস্থিত আয়োজকরা উজ্জ্বলা’র বিষয়ে বলেন, উজ্জ্বলা একটি মেয়ের গল্প। এই মেয়েটি শুধু বাংলাদেশের নয়। মেয়েটি বিশ্বগ্রামের। তাই তো সে স্বপ্ন দেখতে ভালোবাসে। তবে এ কেবল দেখা নয়, সে চায় সব স্বপ্ন সাকার করতে। ভুবনায়নের এই জামানায় প্রতিনিয়তই নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে, যা তার মোটেই অজানা নয়। বরং সে এও জানে, চেষ্টা করলে এর কোনটাতে না কোনটাতে সাফল্য অর্জন করা অসম্ভব না।
নারী উদ্যোক্তা ও পেশাজীবিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রাথমিকভাবে উজ্জ্বলা বেছে নিয়েছে বিউটি এন্ড গ্রুমিং। ভবিষ্যতে প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সেবামূলক অন্যান্য শিল্পমাধ্যমেও পা রাখতে চায়। হসপিটালিটি, ফার্মাসিউটিক্যালস, রিটেইল-কর্মক্ষেত্র সৃষ্টির সম্ভবনা রয়েছে এমন ক্ষেত্রেও যথাসময়ে পরিধি বিস্তারের মাধ্যমে উজ্জ্বলা এগিয়ে যেতে চায় সবাইকে নিয়ে।
এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় অনুষ্ঠান।