বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন নাট্যনির্মাতা গাজী ফারুক। কাজী ইলিয়াস কল্লোল নির্মিত কোকোলা ফুড প্রোডাক্টসের ‘কোকোলা ডায়া সল্ট বিস্কুট’ বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। তার সহশিল্পী ছিলেন সুজন ইউসুফ, স্নেহা, তাবাস্সুম মনি, অনি রহমান ও সোহানা নদী। চিত্রায়নে ছিলেন হীরা আজাদ।
বুধবার ঢাকার প্রিয়াঙ্কা শ্যুটিং হাউজে বিজ্ঞাপনচিত্রটির চিত্রায়ন হয়। খুব শিগগিরই এটি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন গাজী ফারুক ।
গাজী ফারুক একাধারে একজন নাট্যকার, পরিচালক ও অভিনেতা। কাজ করেন ভয়েজ আর্টিস্ট হিসেবেও। ১৯৮৫ সালে গ্রুপ থিয়েটার ‘ঢাকা মঞ্চ’ এর সাথে তাঁর পথচলা শুরু। এরমধ্যে তিনি নিজের দলসহ ৩০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। রচনা ও নির্দেশনা দিয়েছেন ১০টি মঞ্চ নাটকের।
১৯৯৪ সালে প্যাকেজ নাটকের সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। রচনা ও পরিচালনা করেছেন ৬০টির মত টেলিভিশন নাটক। বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির নাট্য শিল্পী হিসেবে অভিনয় করেছেন অসংখ্য বেতার, টিভি নাটক ও চলচ্চিত্রে।
গত সপ্তাহে মুক্তি পায় তার অভিনীত শাহিন সুমনের ‘মাতাল’ সিনেমাটি। মুক্তি পেতে যাচ্ছে আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির ‘পাঠশালা’ ও রায়হান রাফীর ‘দহন’।
চলচ্চিত্র নির্মাণের স্বপ্নে বাংলাদেশ চলচ্চিত্র সহকারি পরিচালক সমিতির সদস্য হয়ে কাজ করেছেন মাযহার বাবুর ‘ঠোকর’, সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন পরিচালক শহীদুল হক খানের মুক্তিযুদ্ধভিত্তিক ‘বীর প্রতীক কাঁকন বিবি’ চলচ্চিত্রে।