নিজস্ব প্রতিবেদক:
এক সময়ের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে উপস্থিত থাকবেন তাঁর দীর্ঘ সময়ের সহকর্মী ও সহযোদ্ধারা।
ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে স্বরণ করে নানা কথা লিখছেন শিল্পী, কলাকূশলী, চলচ্চিত্র সংশিষ্টরা ও ভক্তকূল।
২০০৪ সালের ১৪ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ওয়াসীমুল বারী রাজীবের মৃত্যুবার্ষিকীতে কালচারাল ইয়ার্ড পরিবার তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা রাজীব। খল চরিত্রের পাশাপাশি বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- প্রেম পিয়াসী, হাঙর নদী গ্রেনেড, সত্যের মৃত্যু নেই, দেনমোহর, স্বপ্নের পৃথিবী, দুর্জয়, আজকের সন্ত্রাসী, স্বপ্নের ঠিকানা, ভাত দে, অন্তরে অন্তরে, ডন, বাবার আদেশ, বিক্ষোভ, অনন্ত ভালোবাসা, কেয়ামত থেকে কেয়ামত, মহামিলন, বুকের ভেতর আগুনসহ আরও অসংখ্য সিনেমা।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন ওয়াসীমুল বারী রাজীব। কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন পথচলা। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।