দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তর মেয়ে ও পরিচালক সৌন্দর্য রজনীকান্ত আবারও বসছেন বিয়ের পিঁড়িতে। আসন্ন বছরের জানুয়ারিতে ব্যবসায়ী ও অভিনেতা বিশাগন বনমগামুদিকে বিয়ে করবেন বলে খবর বেরিয়েছে।
দক্ষিণ ভারতের একটি শীর্ষ আঞ্চলিক দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, সৌন্দর্য ও বিশাগনের কিছুদিন আগে গোপনে বাগদান সম্পন্ন হয়েছে। পরিবারের ঘনিষ্ঠজনরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শীর্ষ ব্যবসায়ী বনমগামুদির ছেলে বিশাগন। ভাই এস এস পোনমুদি ‘দ্রাবিড়া মুন্নেত্রা কাঝাগাম’ রাজনৈতিক দলের নেতা। বিশাগন একটি ওষুধ কোম্পানির মালিক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বানজাগর উলাগাম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বিশাগন। এর আগেও তাঁর বিয়ে হয়। কিন্তু সে বিয়ে বেশিদিন টেকেনি। এর আগে সৌন্দর্যও আরেক ব্যবসায়ী অশ্বিনকে বিয়ে করেছিলেন। তাঁদের ঘরে বেদ নামে পাঁচ বছরের একটি ছেলে আছে। ২০১০ সালে অশ্বিনকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ।
সৌন্দর্য নিজেই টুইট করে এ বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে লেখেন, ‘আমার বিয়ের খবর সত্য। এক বছর ধরে আমরা আলাদাও হয়ে গেছি এবং ডিভোর্সের কথাবার্তা চলছে। অনুরোধ করছি, সবাই যেন আমার পারিবারিক গোপনীয়তা রক্ষা করেন।’
গত বছর সৌন্দর্যা পরিচালিত ছবি ‘বেলাই ইল্লা পাত্তাধারি-২’মুক্তি পায় । বলিউড অভিনেত্রী কাজল ছিলেন এ ছবিতে।
এর আগে‘কোচাদাইয়ান’ ছবি দিয়ে সৌন্দর্যার পরিচালক হিসেবে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয়। তাঁর বাবা রজনীকান্ত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন । রজনীকান্তর সঙ্গে জুটি বাঁধেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন।