বিদেশ ঘুরে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম নির্মিত চলচ্চিত্র ‘পাঠশালা’। ‘সব মানিকের জন্য স্কুল চাই’ স্লোগানে সিনেমাটি দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে।
ছবিটি জার্মানি, কানাডা ও ভারতের শীর্ষ উৎসবে প্রদর্শিত ও ভূয়সী প্রশংসিত হওয়ার পর বাংলাদেশে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। পরে ২৩ নভেম্বর সারাদেশের সিনেপ্লেক্সগুলোতে ‘পাঠশালা’ মুক্তি পাবে।
সব ধরণের দর্শকদের জন্য চলচ্চিত্র নির্মিত হলেও শিশুদের জন্য বিশেষভাবে এ ছবিটি নির্মিত বলে জানিয়েছেন নির্মাতারা।
দশ বছরের শিশু মানিক। জীবনের রূঢ় বাস্তবতায় স্কুল ছাড়তে হয় তাকে। জীবিকার তাগিদে ঢাকা চলে আসে। একটা গাড়ির ওয়ার্কশপে কাজ নেয় সে। সারাদিন খুঁটিনাটি কাজ, অমানুষিক পরিশ্রমের মধ্যেও স্বপ্ন দেখে স্কুলে পড়ার। এই স্বপ্ন পূরণের লড়াই ‘পাঠশালা’ সিনেমাটি।
রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, ইমা আক্তার কথা, নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
শিশুতোষ চলচ্চিত্রটির মিডিয়া পার্টনার দুরন্ত টিভি ও এবিসি রেডিও, ডিজিটাল পার্টনার ও সহ-প্রযোজক স্টেলার ডিজিটাল লিমিটেড (বঙ্গ)।