ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চলছে তিনদিনব্যাপী নাট্য উৎসব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান ও নাট্যজন সম্মাননার মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নাটক ‘আমিনা সুন্দরী’। যা প্রযোজনা করেছে থিয়েটার আর্ট ইউনিট।
বৃহস্পতিবার আয়োজন শেষ হবে। তিনদিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় প্রদর্শন হয় বটতলার ‘ক্রাচের কর্নেল’। শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশনাটক প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’ প্রদর্শিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক প্রদর্শন হয়। নাটকের টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
বাংলা সংস্কৃতির একটি অন্যতম অংশ মঞ্চনাটক। এদেশের সংস্কৃতিপ্রিয় মানুষকে আনন্দ দিয়ে নিয়মিত সংস্কৃতি চর্চার সাথে সংযুক্ত রেখেছে দেশের নাটকগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বাংলা সংস্কৃতি চর্চা ও বাংলা সংস্কৃতিকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই অসাধারণ কিছু আয়োজন করেছে। সংসদের বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা ইতিমধ্যে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমাদৃত ও প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ দ্বিতীয় বারের মতো আয়োজন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব’।