নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের ২০১৮-২০২০ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান।
গত শুক্রবার বিকালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের মিলনায়তনে কার্যনির্বাহী সভায় এ নির্বাচন হয়। এছাড়া নির্বাচনে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনিবাহী পরিষদ গঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি হন সামিয়া জামান ও জহিরুল ইসলাম কচি,
নির্বাহী সম্পাদক: মৃদুল মামুন,
অর্থ সম্পাদক: মো. শরিফুল ইসলাম শাওন,
দপ্তর সম্পাদক: আল হোসেন চিশতী,
অনুষ্ঠান ও প্রশিক্ষন সম্পাদক: হামেদ কিবরিয়া,
প্রকাশনা সম্পাদক: সুমন দেলোয়ার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ড. জাকির হোসেন রাজু, সালাউদ্দিন অটন, এ.কে.এম জাকারিয়া, এল অপু রোজারিও, এন রাশেদ চৌধুরী, দেওয়ান শামসুর রকিব, কাউসার আহমেদ খান, আকা রেজা গালিব, সৈয়দ ইমরান হোসেন কিরমানী, জাহিদ হাসান, হুমায়রা বিলকিস, মাহমুদ হাসান কায়েশ।