ইউটিউবে কন্টেন্ট তৈরিতে ‘লনিস ওয়ার্ক’ নামের চ্যানেলটি ব্যাপক জনপ্রিয় হয়েছে সম্প্রতি। যেখানে নিয়মিত ফানি ভিডিও ও প্র্যাংক আপলোড করা হয়। তবে এর বেশির ভাগ কন্টেন্টই সামাজিক প্রেক্ষাপটে নির্মাণ হয়। যেখানে বিনোদনের সঙ্গে থাকে সামাজিক সচেতনতার ম্যাসেজ। ‘লনিস ওয়ার্ক’-এর স্বত্বাধিকারী সৈয়দ গোলাম তানভীর লনি জানান, এবার তারা সাধারণ কোন কন্টেন্ট নয়, নতুন ও অভিনব টেকনোলজি ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ভিডিও আপলোড করেছে। যা একেবারেই নতুন কনসেপ্ট। এ নিয়ে অনলাইনে সরব এই চ্যানেলটি।
৩৬০ ডিগ্রী ভিডিও নিয়ে লনি জানান, শুধুমাত্র ক্যামেরায় ঠিক করে দেয়া একটি নির্দিষ্ট সাবজেক্টেই সীমাবদ্ধ থাকছেন না দর্শক, বরং ভিডিওর মূল সাবজেক্টের বাইরে গিয়েও এর চারিদিক দেখতে পারবেন সবাই। যে কারণে দর্শক ভিডিও নতুন ভাবে দেখার সুযোগ পাবেন। ল্যাপটপ কিংবা ডেস্কটপে হলে ইউটিউবের ভিডিওগুলো মাউস দিয়ে ঘুরেয়ে নিজের পছন্দ মতো দেখতে পারবেন দর্শক। মোবাইল ফোন বা ট্যাবলেটেও টাচ স্ক্রিনের মাধ্যমে ভিডিও গুলো নিজের পছন্দ মত দেখা যাবে।
আমি কি দেখাচ্ছি সেই বাধ্যবাধকতায় দর্শক পড়ে থাকছে না, বরং দর্শক তার নিজের মতো করে চারপাশ দেখে নিতে পারছে। বিশেষ করে কোনো স্মরণীয় বা ঐতিহাসিক জায়গার ক্ষেত্রে এমন ধরনের ভিডিও দর্শকদের মধ্যে বেশ প্রভাব ফেলবে-বলেন লনি। ৩৬০ ডিগ্রী ভিডিওর ট্যাগলাইনে লেখা আছে, ‘ঘুরবেন, নাকি ঘুরাইবেন’!
তবে এই ভিডিও নির্মাণ অত্যন্ত কঠিন ছিলো লনির জন্য। ভিডিওটি নির্মাণ করতে গিয়ে টানা কয়েকদিন এডিট প্যানেলেই কাটাতে হয়েছে বলে জানান লনি। তিনি জানান, একাধিক ক্যামেরায় দৃশ্য ধারণ করে সেগুলোকে সমান লেয়ারে, শব্দসংযোজন করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আর এসবকিছু সব একাই করেছেন লনি। তবে এতো ত্যাগের পরেও দর্শকের কাছে নতুন স্বাদের ভিডিওটি উপহার দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।