নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার বাংলাদেশের প্রায় ৮৬ হলে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত রাজনৈতিক সিনেমা ‘দহন’, বাবা যাদবের পরিচালনায় ভারতীয় ছবি ‘ভিলেন’ এবং ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম নির্মিত ভিন্নধারার শিশুতোষ শিক্ষামূলক সিনেমা ‘পাঠশালা’।
সামাজিক ও রাজনীতির প্রেক্ষপটে নির্মিত সিনেমা ‘দহন’ দেশের ৪৭ হলে মুক্তি দেয়া হয়েছে। এর সাথে পাল্লা দিয়ে দেশের প্রায় ৩৭ হলে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় সিনেমা ‘ভিলেন’। দু’টি সিনেমা দাপটের সঙ্গে পাল্টাপাল্টি মুক্তি পেলেও দেশের শিশুতোষ ও প্রথম শিক্ষামূলক সিনেমা ‘পাঠশালা’ মুক্তি পেয়েছে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে ও ব্লকবাস্টারে।
জাজ মাল্টিমিডিয়া প্রয়োজিত সিনেমা দহনে অভিনয় করেছেন সিয়াম, পূজা, মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান, হারুন রশিদ।
হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, ঢাকা ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা- ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড, চিত্রামহল সিনেমা, রানীমহল সিনেমা, চম্পাকলি সিনেমা। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলা শহরে ছবিটি মুক্তি পেয়েছে।
দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে শিশুতোষ শিক্ষামূলক সিনেমা ‘পাঠশালা’। রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় ‘পাঠশালা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
রাজধানীর অভিসার, জোনাকী, এশিয়া ও সনি সিনেমাসহ মোট ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাফটা চুক্তির ভিত্তিতে মুক্তি পাওয়া ছবি ‘ভিলেন’। এন ইউ আহমেদ ট্রেডার্সের ব্যানারে আমদানিতে মুক্তি পাওয়া কলকাতার ছবি ‘ভিলেন’-এ অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ঋতিকা সেন। বিনিময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রানা পাগলা : দ্য মেন্টাল’। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ।