নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ভিন্ন ধারার চলচ্চিত্রের অগ্রপথিক অগ্রজ চলচ্চিত্র নির্মাতা বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের জন্মদিন আজ। ১৯৫৭ সালের ১ ডিসেম্বর পুরোনো ঢাকার লালবাগের উর্দূ রোডে জন্মগ্রহণ করেন তিনি। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হন। দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে শুরু করে বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণের অগ্রপথিক তিনি। অগ্রজ এই বরেণ্য চলচ্চিত্রকারের জন্মদিনে কালচারাল ইয়ার্ড-এর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা।
মোরশেদুল ইসলাম পুরনো ঢাকার চাঁদনীঘাট এলাকার একটি প্রাইমারি স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। এরপর ভর্তি হন এক সময়ের বিখ্যাত নবকুমার ইনস্টিটিউশনে। এখানে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। পরে ওয়েস্টার্ন হাই স্কুল থেকে ১৯৭৪ সালে ম্যাট্রিক পাস করেন তিনি। এরপর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। ঢাকা মেডিকেল কলেজেও পড়াশুনা করেন তিনি।
১৯৮৪ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগামী’ পরিচালনার মাধ্যমে তাঁর চলচ্চিত্রাঙ্গণে যাত্রা শুরু হয়। ১৯৮৫ সালে এই চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করেন। নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য ‘রৌপ্য ময়ূর’ অর্জন করেন।
১৯৯৩ সালে সেলিম আল দীনের চাকা গল্প অবলম্বনে তিনি নির্মাণ করেন চলচ্চিত্র ‘চাকা’। এ চলচ্চিত্রের জন্য দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি।
২০০৪ সালে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন দূরত্ব। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ২০০৬ সালে মাহমুদুল হক রচিত উপন্যাস খেলাঘর অবলম্বনে নির্মাণ করেন চলচ্চিত্র খেলাঘর: Dollhouse। এটি ২০১২ সালে সার্ক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার অর্জন করেন।
মোরশেদুল ইসলাম সংক্রান্ত আরও খবর
⇒ মোরশেদুল ইসলামের ‘আগামী’র ৩৫ বছর ও ‘চাকা’র ২৫ বছর উদযাপন
⇒ তিনদিনব্যাপী মোরশেদুল ইসলাম রেট্রোস্পেকটিভ শুরু হলো
২০১১ সালে মুহম্মদ জাফর ইকবাল রচিত আমার বন্ধু রাশেদ উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন আমার বন্ধু রাশেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এক কিশোরের যুদ্ধে অবদান চিত্রিত হয়েছে এই ছায়াছবিতে। চলচ্চিত্রটি ২০১২ সালে নয়াদিল্লিতে আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১৩ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে। মোরশেদুল ইসলাম বর্তমানে সময় টেলিভিশনের সাথে যুক্ত রয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: দীপু নাম্বার টু, দুখাই, দূরত্ব, খেলাঘর, আমার বন্ধু রাশেদ, চাকা, আগামী, হুলিয়া, অনিল বাগচীর একদিন ও আঁখি ও তার বন্ধুরা।